অপেক্ষা শেষে অপেক্ষার শুরুতে
লিখেছেন লিখেছেন মামুন ০১ জানুয়ারি, ২০১৫, ০৩:০১:২৬ দুপুর
সে একজন মানুষ, আরো অনেক মানুষের মত। ঘড়ির কাঁটার দিকে সম্মোহিতের মত তাকিয়ে আছে। সেকেন্ড, মিনিট এর সাথে সাথে চলে যাচ্ছে ২০১৪ সাল.. নি:শব্দে..
কেউ উইশ করবে?
কেউ উইশ করুক!
এত এত বন্ধু, শুভানুধ্যায়ী, আত্মীয়সবজন
বউ, ছেলে মেয়ে,
আর বিশেষ একজন-
কেউ!
চলে যাচ্ছে ৩১ ডিসেম্বর! একবার চলে যাবে, আর ফিরবে না!
একজন মানুষ, বউকে সে ভালোবাসে, বউও বাসে। কিন্তু সে যেভাবে বউকে কাছে চায়, বউ সেভাবে তার কাছে আসে না। আবার বউ তাকে যেভাবে কাছে চায়, সে সেভাবে দাঁড়াতে পারে না। ছেলেমেয়েরা বাবাকে যন্ত্রের মত মনে করে। বাবার অনুভূতিকে তারা বুঝতে পারে না। আবার বসের মন রক্ষা করার জন্য মানুষটা আপ্রান চেষ্টা করে চলে, বস সদয় হয় না। অফিসের কলিগেরা তার 'ল্যাবা টাইপের' মানসিকতায় তাঁকে ব্যবহার করে। কর্পোরেট জীবনে অভ্যস্ত সে একজন ভালো মানুষ। সবার নির্দয়তায় তার সাদা মন রক্তাক্ত হয়। কালো মন মানুষেরা আলোহীন চোখে তা দেখে না! ভালোবাসাহীন এই যান্ত্রিক জগতে তার মুক্তি হয়না! সে শান্তি পায় না!
শেষ মিনিট শুরু.. সেকেন্ড যাচ্ছে.. এক! দুই! তিন!..
সইতে না পেরে শেষ পর্যন্ত সে এক রকম আচ্ছন্নতায় নিজেকে ঢেকে সমস্ত বাস্তব থেকে আলাদা করে ফেলে। কল্পনায় নিজেকে দেখে যেন এক অদৃশ্য মানব। কল্পনায় বিশেষ একজনকে ঘিরে তার নিজের একান্ত অনুভূতিগুলো স্বপ্নরাজ্যে ডানামেলে ঘুরে বেড়ায়। তাকেও ছেড়ে আরো দূর....সত্য থেকে বহুদূর...চলে যায় অচিনপুর.. " যেখানে দু:খ নেই! কষ্ট নেই! ঝলমল করে আলো রোদ্দুর. "
২০১৪ সালের ৩১ ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত তার মতই তার বউ, ছেলে মেয়ে, মা -বাবা, ভাই বোন, সমস্ত শুভানুধ্যায়ী, আত্মীয় পরিজন,আর সেই বিশেষ একজন - সবাই ঘড়ির দিকে চেয়ে বসে থাকে...অপেক্ষা করে.. তাকে কেউ উইশ করুক!.. তার এই নতুন বছরটা অন্তত সবার আন্তরিকতা দিয়েই শুরু হোক!'
পৃথিবীতে ভালোবাসা এমনই অবোধ!
শুভেচ্ছা বিনিময়ের দিন আকাশে বাতাসে মাটিতে ঘাসে জলে স্থলে শুভেচ্ছা মুক্তির আনন্দে ছুটে বেড়ায় যে কেউ হাত বাড়ালেই পায়!
Happy New Year my dear friends! family! and ALL!..
রাশি রাশি শুভেচ্ছা!
আনন্দ ভাগাভাগির দিনে দু:খ করতে নেই মন খারাপ দিয়ে আমার মত যাদের গত বছরটা শেষ আর নতুন বছরের শুরু হয়েছে তাদের জন্য বেশি বেশি...
শুভেচ্ছা! শুভেচ্ছা!
#অণুগল্প
বিষয়: সাহিত্য
১০৫৬ বার পঠিত, ১২ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
০ কিভাবে কাছে আসতে হত ? কিভাবে দাড়াতে হত ?
শুভেচ্ছা রইলো।
এখন আর কারো প্রতিক্ষায় সময় থমকে থমকে যায় না! কারো থেকে 'উইশ' প্রত্যাশাও করে না মন! অনুভূতিহীন জিন্দা লাশের কাছে'শেষ-শুরু' বলে কিছুই নেই!
২০১৪ সাল সব কিছুই ছিনিয়ে নিয়েছে! প্রাপ্তির খাতা খুবই কম!
সবার জন্যেই অনেক অনেক শুভ কামনা!!!
শুরু করেই দেখুন, খুব সহজেই শেষ ও করতে পারবেন।
মন্তব্য করতে লগইন করুন